fbpx
Preaload Image
HomeAbout Us

বোঝে শুনে কুরআন পড়ুন ইলমে দ্বীন প্রচার করুন

পৃথিবীর ভাষাকুলের আদি ও মূল হলো আরবি। একে কেন্দ্র করেই বহু ভাষার উৎপত্তি। কিয়ামত পর্যন্ত যত জ্ঞান-বিজ্ঞান আবিষ্কার হোকনা কেন, কুরআন সুন্নাহর ব্যাখ্যা প্রতিদিন নিত্য ও অত্যাধুনিক হয়েই থাকবে। এ ভাষাতেই নাযীল হয়েছে মহা গ্রন্থ আল কুরআন।

আমরা চেষ্টা করছি

দীর্ঘদিন থেকে ইলমে নাহু ও ইলমে সরফে অবদান রাখার আশা হৃদয়ের মণিকোঠায় লালন করে আসছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে অবশেষে সামান্য হলেও অবদান রাখতে পেরেছি। আলহামদুলিল্লাহ।

67500
ইউটিউব সাবস্ক্রাইবার
270
আপলোডেড ফ্রী ভিডিও
4800
ফেসবুক ফলোয়ার
3941895
ভিডিও ভিউস

আমাদের লক্ষ-উদ্দেশ্য ?

আমরা চাই দেশের প্রতিটি মানুষ কুরআন তারকীব, তাহকীক শিখে ব্যাখ্যা বিশ্লেষণ বোঝে বিভিন্ন ইখতিলাফের সমাধান খুজে বের করোন।

আমাদের পরিচয় ?

এরাবিক ফ্ল্যাশ মাদরাসা একটি অনলাইন ভিত্তিক ই-লার্নিং প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠান থেকে যে কেউ বিনামূল্যে বা টাকা দিয়ে শিক্ষা গ্রহণ করতে পারে।

আমরা যা করি ?

আমরা বাংলাভাষি মানুষকে কুরআনে্র ব্যাখ্যা বিশ্লেষণ বোঝতে সাহায্য করি। আমরা ইউটিউবে ফ্রী ভিডিও ক্লাস আপলোড করি। যা দেখে দেশেল হাজার হাজার মানুষ কুরআন হাদিস বোঝতে পারছে।

যেভাবে কাজ করে ?

আমাদের রয়েছে ফ্রী এবং পেইড রেকর্ডেড ভিডিও কোর্স। পেইড কোর্স বিক্রি করে আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করা হয়। আমাদের রয়েছে পেইড লাইভ কোর্স।

সকল প্রশংসা সে আল্লাহর যিনি আমাকে ভালোবেসেছেন বলেই উম্মতে মোহাম্মদ (স.) এর অন্তর্ভুক্ত করেছেন। তিনি ভালোবেসেছেন বলেই তার সর্বশেষ বাণী নিয়ে আমাকে কলম ধরার তাওফিক দিয়েছেন। শিক্ষার্থীদের কিছুটা উপকার হলেই আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হয়েছে বলে মনে করব।

- মাওঃ হাবিবুল্লাহ ইয়ামানী, প্রতিষ্ঠাতা - এরাবিক ফ্ল্যাশ মাদরাসা

আমাদের টিম

মাওলানা হাবিবুল্লাহ ইয়ামানী - Mawlana habibullah yeamani
মাওলানা হাবিবুল্লাহ ইয়ামানী
প্রতিষ্ঠাতা ও শিক্ষক
এরাবিক ফ্ল্যাশ মাদ্রাসা
Saiful Islam Nahid - সাইফুল ইসলাম নাহিদ
সাইফুল ইসলাম নাহিদ
সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর
এরাবিক ফ্ল্যাশ মাদ্রাসা। বর্তমান ছাত্র- সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।
×

মুহতারাম/মুহতারামা,

নিচ থেকে যে কোন নামে ক্লিক করে যোগাযোগ করুন

× WhatsApp