কিছু কিছু মানুষের জন্য সম্ভব। কিছু কিছু মানুষকে ৬মাস না ৬বছর সময় দিলেও সম্ভব না। তাহলে ৬মাসে কাদের জন্য সম্ভব? যারা খুবই পরিশ্রমী, নিবেদিত, দৃঢ়, ফোকাসড, ডিটারমাইন্ড থেকে কিছু একটা শিখার সত্যিকারের চ্যালেঞ্জ নিতে চায় তাদের দ্বারা সম্ভব। আর যারা গড়িমসি করে তাদের দ্বারা সম্ভব না।
আমি আপনাকে ৬টি ধাপ বলব মাত্র ছয় মাসে চ্যালেঞ্জ নিয়ে কিভাবে নিজে নিজে নাহু-সরফ শিখে তারকীব, তাহকীক, অনুবাদ এবং হরকত ছাড়া ইবারত পড়া শিখতে পারেন।
আপনি যদি নিজে নিজে শিখতে চান তাহলে ধাপগুলো আমি এখনই বলে দিচ্ছি।
ধাপ-১। গুছালো পরিকল্পনা।
কারণ আপনার যদি গুছালো পরিকল্পনা না থাকে তাহলে দেখবেন নাহু শিখার পিছনে ৬ মাস চলে গেছে।
দ্রুত সময়ে শিখার জন্য আমি আপনাকে সাধারনভাবে বলছি, ১ম ২মাসে মীযান শিখুন, তারপর ২মাসে নাহু শিখুন, পরের ২ মাসে নাহু-সরফ দিয়ে অনেক বেশি অনুশিলন করুন।
ধাপ-২। প্রতিদিন সময় দেওয়া।
যেহেতু আপনি ৬ মাসে শিখার টার্গেট নিয়েছেন সেহেতু আপনাকে প্রতিদিন ১-২ঘন্টা সময় দিতে হবে। কারণ আপনি যদি ১-২ ঘন্টা সময় দেন আর যে ৩০ মিনিট করে সময় দিবে তার অনেক বছরের সমান। তাই ৬মাস নিয়মিত সময় দিতে হবে।
ধাপ-৩। একাগ্রচিত্তে পড়া।
আমাদের চারপাশে মোবাইল ফোন থেকে শুরু করে কত কিছু আছে যারা চায় শুধু আমরা তাদেরকে সময় দেই। আর আপনি যদি তাদেরকে সময় দিয়ে দেন তাহলে আপনার টার্গেট পূরণ হবে না।
ধাপ-৪। সাপোর্ট সিস্টেম।
পড়ার সময় হয়তো আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। তখন আপনার যদি কোনো শিক্ষক থাকে তার কাছ থেকে সাহায্য নিতে পারেন। ইন্টারনেট থেকে সাহায্য নিতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে সাহায্য নিতে পারেন।
ধাপ-৫। নিয়মিত অনুশীলন করা।
আপনি দৈনিক যা শিখবেন তা নিয়মিত কুরআন, হাদিস অথবা আরবি সাহিত্য বই থেকে অনুশীলন করতে হবে।
ধাপ-৬। টার্গেট নিয়ে শিখা।
আপনাকে ভিন্ন ভিন্ন বিষয়ে টার্গেট নিয়ে পড়তে হবে। যতটুকু টার্গেট নিবেন তা যত কষ্টই হউক না কেন অবশ্যই আপনাকে তা পূরণ করতে হবে।
শেষে যে কথা বলতে হয় সেটা হচ্ছে, আপনি যদি নিজে নিজে শিখতে চান তাহলে অবশ্যই নিজে নিজে শিখা সম্ভব। আর যদি গাইডেড লার্নিং প্লাটফর্ম থেকে শিখতে চান তাহলে এখানে ক্লিক করে আমরা কিভাবে শিখাই, কিভাবে বুঝাই তা দেখুন। আপনি যদি ৬টা ধাপ ফলো করতে পারেন এবং আমাদের সাপোর্ট নিতে পারেন তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন।